Status

চলন্ত বাসে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট হলো সাভারে

ঢাকার সাভারে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণলঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল। রোববার (২ মার্চ) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।

 

বাসের যাত্রী নাজমুল হাসান অভি বলেন, রোববার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার চক্রবর্তী থেকে রাজধানী বাসে করে মিরপুরের উদ্দেশ্যে রওনা হই। পরে বাসটি বেলা ২টার দিকে সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা দুইজন ব্যক্তি বাস থেকে নামার জন্য গেটে যায়। কিন্তু ওই দুই জন বাস থেকে না নেমে আরও কয়েক জনকে বাসে তুলে। পরে তারা ধারালো দেশীয় অস্ত্র বের করে বাসে থাকা ২০/২৫ জন যাত্রীকে জিম্মি করে। এসময় ডাকাত চক্রের ৬/৭ জন বাসে থাকা যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূলবান জিনিসপত্র নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় বাস থামিয়ে নেমে যায়। পরে আমি টেকনিক্যাল নেমে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করি বলে জানান তিনি।

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েকজন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি আসলে চালকের বক্তব্যে বুঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এতে সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এক সাথে তদন্তে নেমেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Source link

Back to top button