Facebook Bio Status

ইরান গেল নারী কাবাডি দল


ইরানের পারদিস শহরে আগামীকাল সোমবার শুরু হচ্ছে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশও। ৬ দিন ব্যাপী এশিয়ার মেয়েদের বড় এই প্রতিযোগিতায় অংশ নিতে ১৪ সদস্যের দল দুইভাগে বিভক্ত হয়ে ইরান গেছে।

দলের কোচ কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস। সহকারী কোচ হিসেবে থাকছেন শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশের অধিনায়ক শ্রাবণী মল্লিক।

শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, (রুপালী সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুনকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ দল।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নারী জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছিল গেল ১০ জানুয়ারি। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করে তারা এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিয়েছেন।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি ৬ষ্ঠ আসর। ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। ইরানে আয়োজিত ৬ষ্ঠ আসরে পদকের প্রত্যাশা করছে বাংলাদেশ।

দলের সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘যদি বলি আমাদের লক্ষ্য স্বর্ণ কিংবা রৌপ্য সেটা বাস্তব সম্মত হবে না। ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এ বাস্তবতা মানতে হবে আমাদের। আমি বিশ্বাস করি, ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সে লক্ষ্যই থাকবে আমাদের।’

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button