Facebook Bio Status

আগামীকাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ


অপেক্ষার পালা শেষ। আগামীকাল সোমবার (৩ মার্চ) শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের একমাত্র প্রতিযোগিতামূলক ওয়ানডে আসর ‘ঢাকা প্রিমিয়ার লিগ’। অন্য বছরের মতো এবারও প্রিমিয়ার লিগে ১২টি ক্লাব অংশ নিচ্ছে।

বরাবরের মতোই টুর্নামেন্ট পরিচালিত হবে ৩টি মাঠে; মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, বিকেএসপি ৩ ও বিকেএসপি ৪ নম্বর মাঠ।

উদ্বোধনী দিন ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শেরে বাংলায় চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডান মুখোমুখি হবে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের। আর বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে খেলা। দুই দিনব্যাপী এক রাউন্ড শেষে এক দিন বিরতি। যেমন- ৩ ও ৪ মার্চ প্রথম পর্ব শেষে ৫ মার্চ বিরতি। ৬ ও ৭ মার্চ দ্বিতীয় রাউন্ড। যথারীতি ৮ মার্চ বিশ্রামের পর ৯ ও ১০ মার্চ তৃতীয় রাউন্ড। এভাবেই চলবে লিগ।

প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হবে ঈদের পর। ঈদের ছুটির আগে ৯ রাউন্ড খেলা হবে। ঈদের ছুটি শেষে বাকি ২ রাউন্ড এবং তারপরই সুপার লিগ। ধারণা করা হচ্ছে, এপ্রিলের মাঝামাঝিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই সুপার লিগ শেষ করার চিন্তা আয়োজক সিসিডিএমের।

দেশের ক্রিকেটানুরাগীদের জন্য সুখবর, এবার শেরে বাংলায় হওয়া সব ম্যাচ সরাসরি ঘরে বসেই টিভিতে দেখা যাবে। আগামীকাল সোমবার আবাহনী ও অগ্রণী ব্যাংকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ‘টি-স্পোর্টস’। হোম অব ক্রিকেটের ম্যাচ ছাড়া প্রতি পর্বের বাকি ২ ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে না । তবে ওই খেলা দুটি টি-স্পোর্টসের ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে।

পাশাপাশি আম্পায়ারদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেওয়ার সুযোগও থাকছে। তবে সেটা ডিআরএস নয়। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবেন।

এবারের লিগের শুরু থেকেই জাতীয় দলের সব ক্রিকেটার অংশ নিচ্ছেন। তবে বিপিএলের মতো নেই মাশরাফি বিন মর্তুজা ও দেশের বাইরে থাকা সাকিব আল হাসান। আগের মতো এবারও প্রিমিয়ার ক্রিকেট লিগে কোনো বিদেশী ক্রিকেটার খেলানো যাবে না।

এআরবি/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button