নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আনসার ভিডিপির সদস্যের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এক আনসার ভিডিপির সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছে। তার নাম নবী হোসেন (৪৮)। তিনি সদর ইউনিয়নের মৃত শফিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।
শনিবার (১ মার্চ) বিকেলের দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনস্থ নিকুনছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত ৪২ পিলার এর মিয়ানমার অভ্যান্তরে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরনে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, ১১ বিজিবি’র অধিনস্থ নিকুছড়ি সংলগ্ন ৪২ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতর সে দেশের বিদ্রোহী বাহিনী আর্কান আর্মি কর্তৃক পুঁতে রাখা ল্যান্ড মাইনটি বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হয়।
খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে নিয়ে আসেন। তিনি এখন উখিয়া উপজেলার মেডিকেল সান্স ফ্রন্ডার(এম এস এফ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত এ আনসার ভিডিপির সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় কথা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ পিলার এলাকায় পাখি শিকার করতে গিয়ে মিয়ানমারের অভ্যান্তরে এ মাইন বিস্ফোরিত হয়ে নবী হোসেন গুরুতর আহত হয়। সে একজন আনসার ভিডিপি’র নিয়মিত সদস্য।