Facebook Bio Status

ডুয়েটে ছাত্রদলের ২৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১৫ নেতার পদত্যাগ


গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের কমিটি ঘোষণার পর ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সভাপতিসহ ১৫ নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতারা ঘোষিত কমিটিতে বিবাহিত, অছাত্র, ছাত্রলীগকে স্থান দেওয়া, অনুপ্রবেশকারী এবং শিবিরের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ আনেন।

শনিবার (১ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটিতে মো. আশরাফুল হককে সভাপতি, মো. রুকন আলীকে সিনিয়র সহসভাপতি, মো. জামিরুল ইসলামকে (জামিল) সাধারণ সম্পাদক এবং আক্তার হোসেন সিকদারকে সহ-সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কমিটি অনুমোদন প্রদান করেন। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু কমিটি প্রকাশ হওয়ার পর রাতেই এ কমিটির সভাপতি, কয়েকজন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৫ জন নেতা পদত্যাগ করেন।

ডুয়েটে ছাত্রদলের ২৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১৫ নেতার পদত্যাগ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে ছাত্রদল নেতারা উল্লেখ করেন, ডুয়েটের নবগঠিত কমিটিতে শিবিরের স্বার্থ প্রতিষ্ঠা করা হয়েছে। শিবিরের অনুপ্রবেশকারীকে পদায়ন করায় ডুয়েট ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করা সম্ভব নয়। কমিটিতে শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ দিলেও কেন্দ্রীয় নেতৃত্ব তা আমলে নেয়নি। তাছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানালেও তা মানা হয়নি। পদত্যাগ করা ছাত্রদল নেতারা তাদের অভিযোগ তদন্ত করে দেখার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।

কমিটি থেকে তিনিসহ ১৫ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন নব গঠিত কমিটির সভাপতি মো. আশরাফুল হক।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button