ব্লাসফেমি আইন প্রণয়ন করে রাসূল (সা.) অবমাননাকারীদের সাজা দিন -মুফতি হারুন ইজহার চৌধুরী

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব শায়খ মুফতি আল্লামা হারুন ইজহার চৌধুরী বলেছেন, দেশে যদি ব্লাসফেমি আইন কার্যকর হতো, তাহলে কথায় কথায় বিভিন্ন স্যোসাল মিডিয়াতে নবী-রাসূল (সা.) এর অবমাননা কমে আসত। দেশে এক শ্রেণির কুলাঙ্গার আছে যারা সর্বদা আল্লাহর রাসূলকে (সা.) নিয়ে অপমানজনক বক্তব্য দিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা গ্রহণ করেছে। তিনি এসব নবীর দুশমনদেরকে হুঁশিয়ারী করে দিয়ে সরকারকে ব্লাসফেমী আইন প্রণয়নের উদাত্ত আহ্বান জানান।
শুক্রবার জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানোর দাবিতে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান এবং কোরআন অবমাননাকারীদের গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ২নং গেইট বিপ্লব উদ্যোনে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। চট্টগ্রাম উলামা জনতা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা জনতা ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ জিহাদুল ইসলাম, সদস্য সচিব আইমান কাছির, মাওলানা সায়াদ, মাওলানা আনাস, মাওলানা আবদুল কাইয়ূম ফতেহপুরী, মাওলানা আশরাফ আদনান, ইয়ার মোহাম্মদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য দ্রব্যমূলের দাম ক্রম ক্ষমতার মধ্যে রাখা এবং আইন শৃঙ্খলা রক্ষা, দিনের বেলা হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং অবিলম্বে রাখাল রাখাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।