Status

ইটনায় ‘ডাকাত’ দলের লিডার মস্তুসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ডাকাত দলের লিডার মস্তু মিয়া (৩৮) এবং সহযোগী আসাদ ওরফে এরশাদুলকে (৩৬) গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- এলংজুরী ইউনিয়নের ফজলু মিয়ার ছেলে ডাকাত দলের লিডার মস্তু মিয়া ও একই উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পশ্চিম করনসী গ্রামের আহাম্মদ আলীর ছেলে সহযোগী আসাদ ওরফে এরশাদুল। ডাকাত দলের লিডার মস্তু মিয়ার গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরেই মস্তু মিয়া হাওরে ডাকাতি করে আসছে। সে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের তথ্যমতে ডাকাত দলের বাকি সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওসি আরও জানান, গ্রেফতাররা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে ইটনাসহ করিমগঞ্জ, নিকলী, শাল্লা ও নেত্রকোনা থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

Source link

Back to top button