Status

এসআইকে মারধর ওয়াকিটকি ছিনতাই

চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় পুলিশের এক এসআইকে মারধর করে ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই দুই মাদকসেবী হলো- তাফসীর ইমাম ও মো. সাইমন। গতকাল শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ১১টার দিকে পতেঙ্গা থানার টহল টিমের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীর চোখে পড়ে চরপাড়াঘাট এলাকায় কিছু যুবক মাদক (গাজা) সেবন করছেন। এসআই ইউসুফ আলী সেখানে গিয়ে যুবকদের জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবকেরা ভুল স্বীকার করে ক্ষমা চান। এসআই ইউসুফ আলী তাদের সতর্ক করে ছেড়ে দেন।

আধা ঘণ্টা পর বেশ কিছু লোককে সঙ্গে নিয়ে পতেঙ্গা সৈকতে ফিরে আসেন ভুল স্বীকার করা দুই যুবক। এই সময় এসআই ইউসুফ আলী তার সঙ্গে থাকা টহল গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। যুবকেরা এসে তাকে প্রশ্ন করেন, আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই? এরপর মুহূর্তের মধ্যেই এসআই ইউসুফ আলীর ওপর আক্রমণ শুরু করেন। এলোপাতাড়ি মারধর করা হয় তাকে। ইউসুফ আলীর কাছ থেকে ওয়াকিটকি সেট, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই দুজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বখাটে ও ছিনতাইকারী।

Source link

Back to top button