ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন সভাপতি মীর শাহে আলম

ফ্লাওয়ার মিল ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পুরানা পল্টন ফার্স হোটেলে সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আলহাজ জসিম উদ্দিন মৃধা। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। সভায় বিভিন্ন জেলা থেকে আগত মিল মালিকদের সিদ্ধান্ত ক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বছরের জন্য নতুন ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। সেখানে ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় উপদেষ্টারা হলেন, আলহাজ জসিম উদ্দিন মৃধা, আলহাজ মোহাম্মদ সোহাগ। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপি’র সহ সভাপতি বিশিস্ট শিল্পপতি মীর শাহে আলম, অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ওয়াজেদ আলী বাবুল, সহ- সভাপতি হাজী আব্দুল রাজ্জাক, সহ-সভাপতি শাহাদাত হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কোষাধক্ষ্য মিনহাজ উদ্দিন মানিক। সভায় সিদ্ধান্ত হয় পরবর্তীতে আরো বিভিন্ন জেলা থেকে মিল মালিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।