Facebook Bio Status
আমরা সব দলের কাছে সমান: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব রাজনৈতিক দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। সব দলের কাছে আমরা সমান।
শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণে সুন্দর একটা (ফ্রি অ্যান্ড ফেয়ার) নির্বাচন যাতে হয় সে ব্যাপারে কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকার সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে সুন্দর, অবাধ ও স্বচ্ছ একটি নির্বাচনে সব দল অংশ নিতে পারে। এটা সরকারের মূল দায়িত্ব।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
এমইউ/এমএএইচ/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।