Facebook Bio Status

আ’লীগের সময়ে গুম-খুনের শিকার পরিবারকে ঈদ উপহার দেবেন তারেক রহমান


আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী বিএনপি নেতাকর্মীদের পরিবারকে এবারও ঈদ উপহার দেবে ‘আমরা বিএনপি পরিবার’। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এসব উপহার দেওয়া হবে। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মধ্যেও ঈদ উপহার বিতরণ করা হবে।

এরই মধ্যে ঈদ উপহারের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সব গুম, খুন ও আহত এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন

২০১৬ সাল থেকে গুম, খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পরিবারকে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি রমজানে প্রায় ১২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ১৭০০ থেকে ১৮০০ ছাড়িয়ে যেতে পারে।

কেএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button