Status

বাজারে এলো পরিবেশবান্ধব এসইউবি ডিপাল কার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাজারে এলো পরিবেশবান্ধব এসইউবি ডিপাল কার।

 

২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর পূর্বাচলে থাইল্যান্ডে সংযোজিত পরিবেশবান্ধব এই গাড়িটির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে ডিএইচএস অটোর সাপ্লাই চেইনের জিএম আরমান রশিদ ও হেড অফ সেলস আলফাত হোসেন খান গাড়িটি সম্পর্কে আগত অতিথিদের ধারণা দেন।

 

তারা জানান, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যের এই ইলেকট্রিক্যাল এসইউবি গাড়িটি অত্যন্ত কম খরচে চালানো যাবে, যা ৮০ কিলোওয়াট মোটর ও ১৬০ কিলোওয়াট ব‍্যাটারি সমৃদ্ধ। এটি পাওয়া যাচ্ছে ডিএইচএস অটো লিমিটেডে। দেওয়া হচ্ছে ৮ বছরের ব‍্যাটারি এবং ৫ বছরের গাড়ির নিশ্চয়তা।

 

তরুণ উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী, মাকসুদা চৌধুরীসহ অসংখ্য নতুন প্রজন্মের উদ্যোক্তারা জমকালো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Source link

Leave a Reply

Back to top button