Facebook Bio Status

মোবাইল চোর চক্রের নারী সদস্য গ্রেফতার


রাজধানীর মিরপুর এলাকা থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোনসহ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য শিউলি আকতারকে (৩০) গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (১ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে দারুসসালাম থানার টুনারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ২৬ ফেব্রুয়ারি সকালে মিরপুর-১০ নম্বরের ২নং রোডের একটি অনলাইন শপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় সেই প্রতিষ্ঠানের একজন চাকরিজীবী মো. কবির হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরি মামলা করা হয়।

আরও পড়ুন

তিনি বলেন, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে চিহ্নিত করা হয়। এরপর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দারুসসালাম থানার টুনারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে শিউলি আকতারকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

থানা সূত্রের বরাতে তিনি আরও বলেন, গ্রেফতার শিউলি আকতার পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি রাজধানীর বিভিন্ন এলাকার দোকান ও প্রতিষ্ঠানে প্রবেশ করে কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

শিউলি আকতারে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button