Facebook Bio Status

একেবারেই বন্ধ হতে পারে জনপ্রিয় কলিং প্ল্যাটফর্ম


অনলাইনে ভিডিও বা অডিও কলের জন্য একসময় ভরসা ছিল স্কাইপি। কয়েক বছর আগেও স্কাইপ ছিল ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে একেবারে প্রথম সারিতেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই গুরুত্ব হারায়। স্কাইপও ব্যতিক্রম নয়। এবার জানা গেল, আগামী ৫ মে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ।

প্রযুক্তি সংক্রান্ত একটি ওয়েবসাইটের দাবি এমনটাই। ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল স্কাইপ। তারপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। ২০১১ সালে এর মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে। মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ।

টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতে নতুন ফিচার এনেছিল। কিন্তু কয়েক বছর থেকে স্কাইপের কদর কমেছে।

শোনা যাচ্ছে, স্কাইপের একেবারে সাম্প্রতিক সংস্করণের প্রিভিউয়ে একটি লুকনো টেক্সটের স্ট্রিং দেখা যাচ্ছে। সেখানে লেখা, মে মাস থেকে আর স্কাইপের পরিষেবা পাওয়া যাবে না। আপনাদের কল ও চ্যাটের জন্য রইল টিমস। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, আপনার বন্ধুদের অনেকেই কিন্তু এরই মধ্যে টিমসে চলে গিয়েছে।

তবে মাইক্রোসফটের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু গত কয়েক মাস ধরেই সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা আর স্কাইপে উৎসাহী নয়। এবার আরও পরিষ্কার, ঘোষণা আলাদা করে করুক বা না করুক, আর স্কাইপকে এগিয়ে নিয়ে যাবে না মাইক্রোসফট।

সূত্র: টেক ক্রাঞ্চ

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button