Status

নতুন তুর্কি ধারাবাহিক মোস্তফা

আরটিভিতে শুরু হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’। ২৪১ পর্বের ধারাবাহিকে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। সিরিজটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা। রোমান্টিক-থ্রিলার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। এর গল্পে দেখা যায়, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি ফাঁদে পড়েন। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়। এরপর তিনি এক বছরের জন্য বন্দী থাকেন এবং ছেলের হেফাজত হারান। মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।

Source link

Leave a Reply

Back to top button