Status

মা-বাবার পাশে শায়িত হলেন  আবদুল্লাহ আল নোমান

 

দলীয় নেতাকর্মী ও রাউজান সহ উত্তর চট্টগ্রামের সর্বস্থরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনিতীবীদ বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান।

 

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে আসর গহিরা  উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজার নামায শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশের একটি টিম। এরপর গহিরা এলাকায় পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে সমাহিত করা হয় বর্ষিয়ান এই রাজনিতীবীদকে। শেষ বারের মত একনজর দেখতে বিএনপির কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে মরহুমের গ্রামের বাড়ি ও জানাযায়।

 

 

জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্জ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার, বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলাল, মুরহুমের পুত্র সায়েদ আল নোমান। 

 

 

উল্লেখ্য,গত মঙ্গলবার ভোরে রাজধানীর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। তৎক্ষণাৎ স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ আল নোমান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করেন। পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বিএনপিতে যোগ দেন। 

 

 

চট্টগ্রামের রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্বল নক্ষত্র। চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন দলমত নির্বিশেষে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের চায়া নেমে এসেছে।

Source link

Leave a Reply

Back to top button