Facebook Bio Status

মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ


কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী এক ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। তবে ফ্লাইটে মোট কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ফ্লাইটটি। ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানা যায়, ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ১২টায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর ফ্লাইটটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। উড়োজাহাজে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপর থেকে ওভারহেড মাস্ক বা অক্সিজেন মাস্ক নেমে আসে। তখন ফ্লাইটটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করছিল।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে উড়োজাহাজটি ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতির প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টায় বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ফ্লাইটটি অবতরণের পর বিমানে থাকা সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের জন্য একটি অন্য বিমান বরাদ্দ করা হয়। বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের দুর্ভোগ দূর করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে।
 
এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button