Facebook Bio Status

‘মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব’র পর্দা নেমেছে


শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫’-এর আজ (২৮ ফেব্রুয়ারি) পর্দা নেমেছে। দেশের ৮টি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ আয়োজিত জাতীয় নাট্যশালায় এ উৎসবের আয়োজন করা হয়েছিল।

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদের উপস্থিত থাকার কথা ছিল।

আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘বরাভয়’। প্রযোজনাটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তানভীর নাহিদ খান। রাত ৮টায় বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করে ‘চইংজাঃ খ্রাং (কাল্পনিক)’। নাট্যভাবনা ও নির্দেশনায় রয়েছেন সুবীর মহাজন।

দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা হতে ৮টি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে গত ২১ ফেব্রুয়ারি থেকে ৮ দিনব্যাপী এ নাট্যোৎসব শুরু হয়। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিল।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button