Facebook Bio Status

সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না


ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গঠন করাও সম্ভব হবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল উল্লেখ করে তিনি বলেন, কিন্তু জননিরাপত্তাহীনতায় দেশের মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে।

প্রিন্সিপাল মাদানী বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ-কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। বাজারব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দেওয়া হয়। সিন্ডিকেটেরে মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজারব্যবস্থা অস্থির করে ফেলা হয়।

তিনি সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রমজানে বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে। সর্বত্র ছিনতাই, চাঁদাবাজি, চুরি-ডাকাতি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হলে জনতার রুদ্ররোষ সৃষ্টি হবে।

তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসকে মুক্ত করতে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে। ট্রাম্প গাজা নিয়ে যে বক্তব্য দিয়েছে মুসলমানরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

সমাবেশ শেষে মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব, কদমফোয়ারা হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়। এ সময় তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে স্বাগত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আরিফুল ইসলাম, হাজী আব্দুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ্ব শেখ আবু তাহের ও শফিকুল ইসলাম, মাইনুল ইসলাম।

এএএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button