Facebook Bio Status

চাঁদাবাজি বাদ দিয়ে প্রয়োজনে ভিক্ষা করে খান: রফিকুল ইসলাম খান


শান্তির দেশ বিনির্মাণে জামায়াত লড়াই করে যাচ্ছে মন্তব্য করে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, একটি দল চাঁদাবাজি ও ফ্যাসিবাদী কার্যক্রম শুরু করেছে। চাঁদাবাজির জন্য তরুণেরা রক্ত দেয়নি। চাঁদাবাজি বাদ দিয়ে প্রয়োজনে ভিক্ষা করে খান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, একটি দল আমাদের সঙ্গে এই দাবিতে ৫ আগস্টের আগেও একসঙ্গে আন্দোলন করতো। এখন তারা উল্টো বলছেন।

চাঁদাবাজি বাদ দিয়ে প্রয়োজনে ভিক্ষা করে খান: রফিকুল ইসলাম খান

তিনি বলেন, এ দেশ কারও তালুক নয়, ১৮ কোটি মানুষদের আর কোনো ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষ রায় দিতে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে এনায়েতপুরের শহীদ হাফেজ সিয়াম হোসেনের বাবা আব্দুল কুদ্দুস।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজ্হারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button