Status

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ কমিটি : অবাঞ্চিত ঘোষনা করে আল্টিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে ছাত্র সংগঠনের নবগঠিত হবিগঞ্জ জেলা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে সংগঠনেরই একাংশ। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে  এই ঘোষণা দেন তারা।

সংগঠনের একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ একটি অরাজনৈতিক সংগঠন হলেও নবগঠিত কমিটিতে  স্থান দেওয়া হয়েছে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতাদের। এছাড়াও কমিটি অনুমোদনে স্বচ্ছতা রক্ষা করা হয়নি এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দিয়েছেন বলে তারা দাবি করেন। অভিযোগ কারীদের মতে, প্রকৃত ত্যাগী ও আন্দোলনরত ছাত্রদের বাদ দিয়ে গঠন করা হয়েছে পক্ষপাতমূলকভাবে কমিটি ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার প্রথম যুগ্ম আহবায়ক এনামুল হক সাকিব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংগঠনের ৪০ জন সক্রিয় সদস্য এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তাদের দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বিতর্কিত কমিটি বিলুপ্ত না করা হয়, তাহলে কঠোর আন্দোলনে যাবেন তারা । এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং  ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে।

আরও জানানো হয়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের একাংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে বের হয় হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল । তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ‘অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগান দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নবগঠিত জেলা কমিটির সহ-সদস্য সচিব সুরাইয়া সামান্থা পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইশতিয়াক আহমেদ, বাহুবল উপজেলার সমন্বয়ক আরাফাতুজ্জামান শাওন প্রমুখ।

Source link

Leave a Reply

Back to top button