Status

মীরসরাইয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটের অভিযোগ ইউপি সচিবের

মীরসরাইয়ে কর্মস্থল থেকে দায়িত্ব পালন শেষে ফেরার পথে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে রাস্তায় থামিয়ে ধারালো অস্ত্রের মুখে দুর্বৃত্তরা সবকিছু লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ইউপি সচিবের নাম মো. মহিউদ্দিন (৩৫)।

 

 

তিনি উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদে কর্মরত মহিউদ্দিন মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নূরের ছোবাহানের ছেলে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মিঠানালা ইউনিয়ন পরিষদ এলাকায় আলিমের দোকানের সামনে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন বৃহস্পতিবার রাতে মীরসরাই থানায় মো. হারেছ (২৬) নামের স্থানীয় এক যুবক ও আরো তিনজনকে অজ্ঞাত আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

 

 

ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে দাপ্তরিক কাজ সেরে জরুরী প্রয়োজনে মোটরসাইকেল যোগে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলাম। পথে মিঠানালা ইউনিয়ন পরিষদ এলাকায় আলিমুদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর মো. হারেছ ও তার সাথে আরও তিনজন ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেল থামিয়ে আমার গতিরোধ করে। এ সময় তারা আমি মিঠানালা ইউনিয়ন পরিষদে কাজ করি কিনা জানতে চায়। আমি সেখানে কাজ করি বলে জানালে তারা ধারালো অস্ত্রের মুখে আমার সাথে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে।

 

 

এ সময় তারা আমাকে মারধর করে সাথে থাকা ২ লাখ ৬৭ হাজার টাকা দামের মোটরসাইকেল, নগদ ৬ হাজার ৫০০ টাকা, ২টি মোবাইল ফোন ও ব্যাংকের দুটি ডেবিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি এই বিষয়ে থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। 

 

 

এই বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতিকুর রহমান বলেন, ইউপি সচিব মহিউদ্দিনকে রাস্তায় থামিয়ে কিছু লোক তার মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছেন বলে বৃহস্পতিবার রাতে থানায় এসে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে মাঠে কাজ করছি আমরা। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে। আমরা তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।

Source link

Leave a Reply

Back to top button