Status

বরিশালে রমজানপূর্ব শেষ জুমার খোতবার বয়ানে যথাযথভাবে রোজা এবং নামাজ আদায়ের তাগিদ

রমজান পূর্ব শেষ জুমার খুতবার বয়ানে বরিশাল মহানগরীর বিভিন্ন মসজিদের খতিব ছাহেবগণ রোজার গুরুত্ব ও পালনীয় সম্পর্কে বিশদ আলোচনা করেছেন।

শুক্রবার জুমার নামাজে মহানগরীর জামে এবাদুল্লাহ মসজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, জামে স্টিমারঘাট মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, বটতলা হাজী উমর শাহ মসজিদ, করিম কুটির মসজিদ, বাংলা বাজার মসজিদ, টিটিসি মসজিদ, বরিশাল টেক্সটাইল কলেজ মসজিদ, মুসলিম গোরস্থান মসজিদ, পাওয়ার হাউস মসজিদ ও কেন্দ্রীয় কারাগার মসজিদ সমূহে
প্রচুর মুসল্লির সমাগম ঘটে।


এছাড়া চরমোনাই দরবার শরিফ মসজিদ, ছারছিনা দরবার শরিফ মসজিদ ও বিশ্ব জাকের মঞ্জিল মসজিদ সমূহেও প্রচুর মুসল্লি সমাগম ঘটে। বিশ্ব জাকের মঞ্জিল মসজিদে জুমার নামাজ আদায়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মুসল্লীয়ান অংশ নেন। জুমার নামাজ শেষে মুসল্লীয়ানগণ
বিশ্ব জাকের মঞ্জিলের পীরছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ)
ছাহেবের রওজা শরিফ সম্মিলিতভাবে জিয়ারতে অংশ নেন। এ দরবারেও রমজানের আগের শেষ জুমার বয়ানে খতিব ছাহেব রোজার গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন।


রমজান পূর্ব শেষ জুমার বয়ানে বরিশালের মসজিদ সমূহে খতিব ছাহেবগণ প্রতিটি মুসলমানের
যথাযথভাবে রোজা রাখার তাগিদ দিয়ে বলেন, রমজানের রোজা রাখার পুরস্কার স্বয়ং আল্লাহপাক প্রদান করবেন। তাই মহান আল্লাহ রাব্বুল আল আমীনের সন্তুষ্টির লক্ষ্যে প্রতিটি মুসলমানের যথাযথভাবে রোজা রাখার কোনো বিকল্প নেই। এ মাসে রোজার পাশাপাশি ফরজ ও সুন্নত নামাজ ছাড়াও বেশি বেশি করে নফল নামাজ সহ ইবাদত-বন্দেগি করারও তাগিদ দেন খতিব ছাহেবগণ। পাশাপাশি গিবত, পরচর্চা ও মিথ্যা কথা বলা থেকে দূরে থাকা সহ জাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে মানবতার সেবা করারও তাগিদ দেন খতিব ছাহেবগণ।

 

Source link

Leave a Reply

Back to top button