Facebook Bio Status

টাঙ্গাইলে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, তিনজনকে বহিষ্কার


টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একই পরিবারের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি।

এর আগে মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিষয়টি শুক্রবার প্রকাশ পায়।

টাঙ্গাইলে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, তিনজনকে বহিষ্কার

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি, মারামারিসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের সমর্থক ছিলেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button