Status

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টার অবরোধে ২০ কিঃমিঃ দীর্ঘ যানজট

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লা চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অবরোধ করে রাখে ডেনিম প্রসেসিং প্লান্ট নামের এক গার্মেন্টসের শ্রমিকরা।এতে করে কুমিল্লার চান্দিনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মহাসড়কের চান্দিনার বেলাশ্বর এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর দুপুর ১২ টায় অবরোধ তুলে নেন তারা। তবে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিঃমিঃ যানজটের সৃষ্টি হয়েছে।

 

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা হয়েছে দ্রুত শ্রমিকদের বেতন টাকা পরিশোধ করে দেবে এই আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

 

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজমুল হুদা জানান, গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন মঙ্গলবার অথবা বুধবার এই দুই দিনের ভিতরে পরিশোধ করে দিবে মালিকপক্ষ এই আশ্বাস দিলে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেন চান্দিনা থানা পুলিশ।

 

হাইওয়ের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, অবরোধকারীদেরকে প্রায় এক ঘণ্টা পর তাদের দাবি মেনে তারপর মহাসড়ক থেকে তুলে নেয়া হয়েছে। আপাতত দুই পাশে ধীরগতিতে যানবাহন চলছে। যত দ্রুত সম্ভব মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হবে।

Source link

Leave a Reply

Back to top button