Facebook Bio Status

বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জ-সিলেটের সঙ্গে দিরাইয়ের যোগাযোগ বন্ধ


বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-সিলেটের সঙ্গে দিরাই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ওই ব্রিজের ওপর দিয়ে অতিরিক্ত ওজন নিয়ে মাল বোঝাই ট্রাক যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সড়ক জনপথের তথ্যমতে, একটি ট্রাক অতিরিক্ত ওজনের মাল নিয়ে সদর উপজেলা থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথে কাঠইরের বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের শেষ প্রান্তে গিয়ে পাটাতন ভেঙে ট্রাকটি সেখানে আটকে যায়। এতে সুনামগঞ্জ ও সিলেটের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দিরাই উপজেলার। পাশাপাশি ব্রিজের দুই পাশে শতাধিকের ওপরে যান আটকা পড়ে।

বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-সিলেটের সঙ্গে দিরাইয়ের যোগাযোগ বন্ধ

রিয়াজ ইসলাম নামে এক যাত্রী বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এই ভোগান্তি থেকে কখন মুক্তি পাবো জানি না।

সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মো. উল্লাহ জানালেন, সেতু মেরামতের জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে আশা করি।

লিপসন আহমেদ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button