Status

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার ও সেক্রেটারী পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা জজ আদালতের পুরান ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি এম এ জলিল উজ্জল, সহ-সভাপতি পদে মাহবুব হাসান রানা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সহ সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান শাহ, ট্রেজারার মো. শাহ আলম সোহাগ, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খায়রুল কবীর।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মনসুর, মো. গাফফার হোসেন ইমন, মো. রবিউল ইসলাম রবি, মো. তরিকুল ইসলাম ও মুহাম্মদ লুৎফর রহমান। এছাড়া উপদেষ্টা সদস্যরা হলেন- শাহজাহান খান, সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম (মুনজু),আশরাফ উল আলম, এমদাদুল হক লাল, মো. আবুল কালাম আজাদ। ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক লাল ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মো. আনোয়ারুল কবীর বাবুল ও মো. হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Source link

Leave a Reply

Back to top button