Status

মতলবে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় নিজঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতাল ও নিহতের স্বজনরা জানান, সুইচ বোর্ড থেকে বিদ্যুতের তার টিনের বেড়ায় লেগেছিল। বেড়ায় লাগোয়া চালের ড্রাম থেকে চাল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট তিনি জ্বলসে যান । হওয়ার সাথে সাথেই শিল্পী আক্তার মারা যান। এসময় বাসায় কেউ ছিলনা। পরে লোকজন তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার পূর্বেই সে মারা গেছে। শিল্পী আক্তারের দুই সন্তান রয়েছে। তার স্বামীর নাম আব্দুল সাত্তার।

Source link

Back to top button