Facebook Bio Status

না ফেরার দেশে রাশিয়ার বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু স্পাস্কি


মারা গেছেন রাশিয়ার বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বরিস স্পাস্কি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বিখ্যাত এক ম্যাচের জন্য স্পাস্কিকে আলাদা করে মনে রেখেছে দাবা বিশ্ব। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের ববি ফিশারের বিরুদ্ধে খেলেছিলেন স্পাস্কি। সেই সময় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ‘ঠান্ডা লড়াই’ চলছিল। ফলে তাদের লড়াই সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। শেষ পর্যন্ত জিতেছিলেন ফিশার।

১৯৩৭ সালে জন্ম স্পাস্কির। ১৯৬৯ সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। সেই সময় ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

১৯৭১ সালে ক্যান্ডিডেটস জিতেছিলেন আমেরিকার ফিশার। তিনি সেই সময় বিশ্বের এক নম্বর দাবাড়ু। তাদের দু’জনের মধ্যে ১৯৭২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই হয়েছিল। যে ম্যাচ ফিশারের জেতেন ১২.৫-৮.৫ ব্যবধানে।

দুই দেশের রাজনৈতিক লড়াই উত্তেজনা তৈরি করে দিয়েছিল ফিশার এবং স্পাস্কির ম্যাচ নিয়ে। ২০০৮ সালে মারা গিয়েছিলেন ফিশার। এবার প্রয়াত স্পাস্কিও। এই ম্যাচকে কেন্দ্র করেই ওয়াল্টার টেভিস ‘কুইন্স গ্যাম্বিট’ উপন্যাসটি লিখেছিলেন। পরে তা নিয়ে সিরিজও তৈরি হয়।

আন্তর্জাতিক দাবা সংস্থার পক্ষ থেকে স্পাস্কির মৃত্যুসংবাদ জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দশম বিশ্ব চ্যাম্পিয়ন বরিস স্পাস্কি প্রয়াত। তার সময়ের অন্যতম সেরা প্রতিভা ছিলেন। ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। ১৯ বছর বয়সে ক্যান্ডিডেটস খেলেছিলেন। সে বার কেরেস, গেলার এবং টালের মতো দাবাড়ুকে হারালেও প্রতিযোগিতা জিততে পারেননি। পরের মৌসুমে ফিরে এসে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। সোভিয়েতের হয়ে সাত বার এবং ফ্রান্সের হয়ে তিন বার অলিম্পিয়াড খেলেছিলেন।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button