Facebook Bio Status

কেন্দ্রীয় কমিটি থেকে রাবির মেহেদী-আম্মারের পদত্যাগ


নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব ও সহ-সমন্বয়ক সালাউদ্দীন আম্মার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।

মেহেদী সজীব লেখেন, ‘সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে আমর নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি আমার অগোচরেই হয়েছে, যা মেনে নিতে রাজি নই। ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ‘নয়া ফ্যাসিবাদী মনোভাবের উত্থান’র প্রতিবাদে এ প্ল্যাটফর্মে থাকতে চাই না।’

তিনি আরও লেখেন, ‘আমি আগেই কেন্দ্রকে জানিয়ে দিয়েছি যে, বিভাজনের রাজনীতিতে আমি থাকতে পারবো না। তবুও আমাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্টেকহোল্ডারদের বিপ্লব পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মৌলিক দাবিগুলো পূরণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে মেহেদী সজীব বলেন, আমার স্পষ্ট বার্তা, ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন আমি তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাবো না।

একই সময় সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমাদের স্ট্যান্ড আমরা গতকাল রাতেই ক্লিয়ার করেছিলাম। আমাদের কাছে শিক্ষার্থীদের পালসটা বেশি গুরুত্বপূর্ণ। রাবি শিক্ষার্থীরা চাচ্ছেন না এই ঢাবি আধিপত্যবাদের পক্ষে থাকতে। তাই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরাও চাচ্ছি না। শিক্ষার্থীরা না চাইলে আমরা কিছুই না।’

মনির হোসেন মাহিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button