Facebook Bio Status

উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক নারী


‘প্রেরণা’ আমি নারী, আমি অন্য নারীকে এগিয়ে যেতে সহায়তা করি-এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা শহরের কলেজপাড়ায় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন কেক সুন্দরী বেকিং টুলস। এতে জেলার ৯টি উপজেলা থেকে আগত নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

এতে অতিথি ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সরল ভাই খ্যাত এম এইচ ফয়সাল, সমাজকর্মী জেবিন ইসলাম, রেজানুর মুন্না, সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানের আয়োজক নারী উদ্যোক্তা খাদিজা ইসলাম জানান, জেলা ৯টি উপজেলার নারী উদ্যোক্তাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই সম্মাননা তাদের সামনে পথচলার আরও অনুপ্রেরণা জোগাবে। অন্য উদ্যোক্তারাও অনুপ্রাণিত হবেন।

সম্মাননা পাওয়াদের মধ্যে নারী উদ্যোক্তা সানজিদা সিমু জানান, এই সম্মাননা আমাদের পথচলায় আরও সাহস জোগাবে। আজকে এই আয়োজনের মাধ্যমে সব উদ্যোক্তারা মিলিত হতে পেরেছি। একে অন্যের কাছ থেকে অভিজ্ঞতা ও সফলতার কথা শুনেছি। যা আমাদের কাজে আসবে।

অনুষ্ঠানের অতিথি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এম এইচ ফয়সাল ওরফে সরল ভাই বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমার এই ভাষা দিয়েই সবাই আমাকে চিনে। আজকের অনুষ্ঠানে এসে ভালো লাগছে, আর প্রত্যকটি সফল পুরুষের পাশে একজন নারী রয়েছেন। এই অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প শুনে খুব ভালো লেগেছে।

আবুল হাসনাত মো. রাফি/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button