Status

মৌলভীবাজারে চাঞ্চল্যকর লক্ষণ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

মেলৗভীবাজারে চাঞ্চল্যকর লক্ষণ পাল হত্যা মামলায় ৭ আসামিকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছেন মৌলভীবাজার জেলা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. খাদেম উল কায়েস। গতকাল দুপুরে এই রায় দেন তিনি। এসময় আসামীদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
জানা যায়, ২০২১ সালের ১২ মার্চ তারিখে শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডস্থ শাহাদাত আলী মার্কেটের মা ভেরাইটিজ স্টোরের মালিক লক্ষণ পাল তার দোকানের পাওনা টাকা আদায়ের জন্য রাজনগর উপজেলার মোকাম বাজার ও আজাদের বাজারে যান। ওখানকার ব্যবসায়ীদের কাছে তার দোকানের বাকী পাওনা টাকা সংগ্রহের জন্য। ফেরার পথে আজাদের বাজার আসার পর আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সিএনজিতে ছদ্মবেশে যাত্রী সেজে তার সাথে উঠে। পরে রাত অনুমান ১০টার দিকে আজাদের বাজার ও রাজনগর মধ্যবর্তী স্থানে তাকে হত্যা করে লাশ রাস্তায় ফেলে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় খুনিরা। ঘটনা পরদিন লক্ষণ পালের ভাই স্বপন পাল বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে গতকাল মৌলভীবাজার জেলার সিনিয়র দায়রা জজ মো. খাদেম উল কায়েস এ রায় দেন।

Source link

Back to top button