Status

বিকালে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক রাখার অঙ্গীকার রাতে বাংলাদেশী নির্যাতন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভারতের বিএসএফের হাতে বিল্লাল হোসেন (৪২) নামে এক বাংলাদেশী নির্যাতনের স্বীকার হয়েছেন। তিনি খুলনার পাইকগাছা উপজেলার সরিয়া গ্রামের বাসিন্দা।

 

বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষির হাতে বিল্লালের নির্যাতনের খবরটি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম। মহেশপুরের নস্তি গ্রামের ইয়ার আলী জানান, তার মামাতো ভাই বিল্লাল বুধবার দিবাগত রাতে রবণবাড়িয়া ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিএসএফ জওয়ানরা তাকে আটক করে অকথ্য নির্যাতন চালায়।

 

নির্যাতনের পর তাকে মৃত ভেবে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে বাঘাডাঙ্গা বিজিবির টহল দল বাংলাদেশ সীমানার মধ্যে বিল্লালকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সীমান্তের একাধিক সুত্রে জানায়, ৭/৮ জনের একদল বাংলাদেশী নাগরিক কাজের সন্ধানে ভারতে যায়। কাজ না পেয়ে তারা ফিরে আসার পথে বিল্লাল বিএসএফের হাতে ধরা পড়ে। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়। বিএসএফের হাতে ধরা পড়ে বিল্লাল নির্যাতনের শিকার হয়।

 

এ বিষয়ে মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম বলেন, নির্যাতরে শিকার বিল্লাল তাদের জানিয়েছে কাজের সন্ধানে সে ভারতে গিয়েছিল। আসার সময় বিএসএফ তাকে ধরে নির্যাতন করে বাংলাদেশের মধ্যে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য বুধবার মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করার তিন ঘন্টা পরই বিএসএফের হাতে বাংলাদেশী নির্যাতনের ঘটনা ঘটলো।

Source link

Leave a Reply

Back to top button