Status

‘ইফতারিসহ খাদ্যপণ্যে ভেজাল দিলে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা’

ফরিদপুরের ভাংগা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ইফতারিসহ নিত্যপণ্যের দাম ও মান যাচাইয়ে মাঠে নামছে ভাঙ্গা উপজেলা প্রশাসনের একটি টিম। এ লক্ষে প্রথম রোজা থেকেই ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালাবে তারা।

 

এ অভিযানে ইফতারি তৈয়ারিতে বিভিন্ন ধরেন রং ও মানহীন খাদ্য পণ্যের পাশাপাশি খাদ্যে ভেজাল, ফরমালীন যুক্ত ফলমূল বিক্রিয় করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ঈদকে সামনে রেখে ভুয়া মানহীন প্রসাধনী বাজারজাত করলেও মান পরীক্ষা করবেন তারা।

 

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, খাদ্য করলে ভেজাল দিলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হইবে।

 

ভাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আরেও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উপজেলা নির্বাচন অফিসার হাসেন উদ্দিন, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, সাংবাদিক মোঃ ছরোয়ার হোসেন, সাংবাদিক মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Source link

Back to top button