Facebook Bio Status

টেকনাফ মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন


কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে টেকনাফ বাহার ছড়ার মেরিন ড্রাইভে এ ফলকের উদ্বোধন করেন।

এ সময় বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে সেনা ও বিজিবির দুই বাহিনীর প্রধান হেলিকপ্টার যোগে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন।

২০২০ সালের ৩১ জুলাই বাংলাদেশ সময় রাত ৯ টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলো।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button