Facebook Bio Status

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানি ব্যবহার বন্ধের নির্দেশ


সব অফিসে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, ভবিষ্যতে কোনো অফিসে প্লাস্টিক বোতলের ব্যবহার পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ‘ট্রান্সবাউন্ডারি মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেশন ইন ফিশ অ্যান্ড অ্যাকুয়াটিক ফুড চেইন অ্যালং ব্রহ্মপুত্র রিভার’ শীর্ষক একটি সেমিনারে এমন নির্দেশনা দেন তিনি।

উপাচার্য আরও বলেন, সেমিনারের প্রতিপাদ্য থেকে স্পষ্ট যে, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারজনিত কারণে খাদ্যশৃঙ্খল দূষণের দিক থেকে ভারত ও বাংলাদেশ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এসময় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. হারুনুর রশীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সহ-গবেষক ও সহযোগী অধ্যাপক ড. কাইজার আহমেদ সুমন। অনলাইনে বক্তব্য দেন ভারত থেকে রাজদীপ দত্ত (সহ-গবেষক) এবং ভুটান থেকে গীতা দাহল (সহ-গবেষক)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের সমন্বয়ক অধ্যাপক ড. মো. শামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. শাহরোজ মাহেন হক প্রমুখ।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button