Facebook Bio Status

পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন গ্রেফতার


ভোলা জেলার সদর থানার আলোচিত পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি মো. শাহাবুদ্দিন সাবুকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। রাজধানীর শাহ আলী থানাধীন তুরাগ সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

খান আসিফ তপু বলেন, ভোলা জেলার সদর থানার আলোচিত পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি মো. শাহাবুদ্দিন সাবু (৩২)’কে গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শাহ আলী থানার তুরাগ সিটি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।

তিনি বলেন, আসামি শাহাবুদ্দিন ঢাকার দারুস সালাম থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার নিজ বাড়ি ভোলা সদর মডেল থানা এলাকায়। গত ৪ জানুয়ারি ভোলা মডেল থানার একটি আভিযানিক দল আসামিকে ভোলা পৌরসভার মুসলিম পাড়ার সাকিনের আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে টহল গাড়ীতে ওঠানোর সময় সেখানে থাকা কতিপয় ব্যক্তি আসামিকে নিয়ে আসতে পুলিশকে বাধা দেয় এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে আসামি মো. শাহাবুদ্দিন সাবু পালিয়ে যায়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল (বুধবার) রাতে আসামিকে ঢাকার শাহ আলী থানাধীন তুরাগ সিটি এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button