Status

অবমাননাকর মন্তব্যের জেরে অভিনেতা আটক

 

বরেণ্য তেলেগু অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ৩৫৩(২) ও ১১১ ধারাসহ জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায় বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং রাজমপেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

মুরালিকে গ্রেপ্তারের অভিযোগ সম্পর্কে জানা যায়, তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তার গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত আরও বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে অভিনেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রীকে একটি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মুরালির বিরুদ্ধে আনা অভিযোগ আমলযোগ্য ও জামিন-অযোগ্য। তাকে জুডিশিয়াল কাস্টডির জন্য রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, পোসানি কৃষ্ণা মুরালি অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ক্র্যাক’, ‘টেম্পার’ ও ‘জেমিনি’ উল্লেখযোগ্য। বিশেষত, কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তিনি দেড় শতাধিক সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন এবং কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।

 

Source link

Back to top button