Status

র‌্যাবের হাতে আরেক ভুয়া র‌্যাব আটক

বন্দরে র‌্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতর ঘটনার আরো এক জনকে আটক করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার র‌্যাব ১১ কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর অনাবিল ইমামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার ঢাকার ডেমরা থানার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন পিরোজপুর জেলার কাউখালী থানার ধাবরী এলাকার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে আব্দুল হক স্বপন।
এর আগে ৩ ফেব্রুয়ারি এ ঘটনায় বশির আহমেদ নামের একজনকে আটক করা হয়।
র‌্যাব জানায়, কুমিল্লা জেলার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে আবু হানি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিঞুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভুঁইয়া দু’জন দুবাই প্রবাসী। তারা দুজন গত ১৪ জানুয়ারি ভোর ৪টায় বিদেশ থেকে বাংলাদেশে আসেন। তারা বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর বেলা অনুমানিক আড়াইটায় ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের বন্দরের কেওডালায় পৌঁছালে একটি সাদা রংয়ের হায়েস গাড়ী তাদের বহনকৃত বাসটির গতিরোধ করে। এ সময় ৩-৪ জন লোক র‌্যাবের কটি পরে বাসের ভেতর থেকে দুজন প্রবাসীকে জোর পূর্বক হায়েস গাড়ীতে উঠিয়ে পা ও চোখ বেঁধে ফেলে। হাত-পা বেঁধে এলোপাথাড়ীভাবে মারধর করে তাদের কাছে থেকে নগদ ১২ লাখ টাকা, ৫ হাজার ব্রিটিশ পাউন্ড যার বাংলাদেশি মূল্য ৭ লাখ ৭৫ হাজার টাকা ও ২ হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড যার বাংলাদেশি মূল্য ১ লাখ ৬০ হাজার টাকাসহ সর্বমোট ২১ লাখ ৩৫ হাজার টাকাসহ আরো মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় ঢাকার ডেমরায় একটি পরিত্যক্ত রাস্তার পাশে ফেলে রাখে। এ ঘটনায় আটক আব্দুল হক স্বপনের নামে ডিএমপি ঢাকার পল্টন থানা ১টি পর্ণগ্রাফি মামলাসহ ঢাকার কেরানীগঞ্জ থানায় ২ ডাকাতি মামলা পাওয়া গেছে। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Source link

Back to top button