Status

পরিবারসহ সাঈদ খোকনের ৯০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক এমপি সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব পারপিচুয়াল বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। সেই সঙ্গে সাঈদ খোকনের নামে থাকা গুলশানে একটি ১৪ তলা বাড়ি ও বনানীতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দেন আদালত। একই আদালত সাঈদ খোকনের মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ৯টি হিসাবের এক কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত।
গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মাসুদুর রহমান পরিবারসহ সাঈদ খোকনের এই আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন ও জাবেদ আহমেদ, ফাতেমা খাতুনের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। মোহাম্মদ সাঈদ খোকন তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। অনুসন্ধানের এ পর্যায়ে অভিযোগ-সংশ্লিষ্ট সাঈদ খোকন, ফারহানা সাঈদ ও শাহানা হানিফের নামে সিটি ব্রোকারেজ লি.-এর পরিচালিত তিনটি হিসাবের মাধ্যমে সিটি ব্যাংক পিএলসির পারপিচুয়াল বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

Source link

Back to top button