Facebook Bio Status

‘যমুনা সেতু’ নাম পেলো বঙ্গবন্ধু সেতু


টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু সেতুর’ নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে যমুনা নদীর নামেই ‘যমুনা সেতু’ নামকরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ করা হয়েছে।

সন্ধ্যায় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বঙ্গবন্ধু সেতুর নাম বদলে ‘যমুনা সেতু’ নামকরণ করা হয়েছে। এখন থেকে এই সেতুর নাম ‘যমুনা সেতু’।

১৯৯৮ সালের ২৩ জুন মাসে যমুনা বহুমুখী সেতুটির উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সেতুটির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু সেতু’।

সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্য দিয়ে রাজধানী ছাড়াও দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সড়ক ও রেলপথ সংযোগ স্থাপন করেছে। এ সেতু দিয়ে প্রতিদিন ২৩-২৪ জেলার লোকজনের যাতায়াত।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সেতুরটির টাঙ্গাইল পূর্ব ও সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের বঙ্গবন্ধুর ম্যুর‍ালটি কালো রং দিয়ে মুছে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button