Status

কিশোরগঞ্জে  সড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন,  প্রাণ গেল ঘুমন্ত যুবকের

কিশোরগঞ্জে মালিকের বাড়ীর পাশে সড়কে দাড় করিয়ে  রাখা একটি ট্রাকে আগুন লেগে সাইমন মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইমন কিশোরগঞ্জে জেলা পৌরসভাধীন সতাল  নোয়ানগর এলাকার লোকমান মিয়ার ছেলে।

 মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা পরিষদ সংলগ্ন কিশোরগঞ্জ পৌরসভাধীন সতাল নোয়ানগর এলাকায় সড়কের পাশে দাড় করিয়ে রাখা ওই ট্রাকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলা পরিষদের সামনে সদর উপজেলার সতাল নোয়াগর এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা ওই ট্রাকে আগুন লাগে পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দেখেন স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়েছে। ট্রাকের সামনের অংশ থেকে গুরুতর দগ্ধ অবস্থায়  সাইমনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ সাইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি)  দুপুরে চিকিৎসাধীন অবস্থায়  সাইমনের মৃত্যু হয়।

প্রতিবেশী আব্দুল কাদির, সাইদুর রহমান এবং মৃত সাইমনের বন্ধু আরাফাত ইনকিলাবকে জানান, ট্রাকটি সাইমনের আপন মামা হারিছ মিয়ার। মঙ্গলবার রাতে সতাল নোয়ানগর এলাকায় হারিছ মিয়ার বাসার পাশে রাস্তায় ট্রাকটি থামিয়ে রাখা হয়। সেখানে চালকের আসনে ঘুমায় সাইমন । গভীর রাতে  কয়েলের থেকে ড্রাইভিং সিটে  আগুনের সূত্রপাত ঘটে। গভীর ঘুমে সাইমন  গুরুতর দগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি বিষয়টি নিশ্চিত করেছেন।

Source link

Back to top button