Facebook Bio Status

অনুশীলন না দেখেই সাকিব আল হাসানসহ ৮ ফুটবলার বাদ


ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ক্যাম্প শুরুর ১৯ দিন আগে ৩৮ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অনুশীলন শুরু না করে, কাউকে পরীক্ষা না করেই ৮ জনকে বাদ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন এই স্প্যানিশ কোচ।

শুক্রবার শুরু হতে যাওয়া অনুশীলনের জন্য ৩০ জনের নাম ঘোষণা করেছেন ক্যাবরেরা। তাহলে তিনি ৩৮ জনকে কেন ডেকেছিলেন না নিয়েই তুমুল আলোচনা ফুটবল অঙ্গনে। ৩৮ জনের তালিকায় পাঁচজন ছিলেন গোলরক্ষক। বাদ পড়েছেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো ও মোহামেডানের সাকিব আল হাসান।

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করে ৫ মার্চ সৌদির উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সৌদি যাওয়ার আগ পর্যন্ত ৩৮ জনের সবাইকে ক্যাম্পে রেখে অনুশীলনে দেখতেই পারতেন কোচ। সেটা না করে খেয়ালখুশি মতো কোচ কিছু তরুন খেলোয়াড় ডেকে আবার খেয়ালখুশি মতোই বাদ দিয়ে দিলেন।

৩০ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরি ও ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল। হামজা মার্চের ১৮ তারিখ বাংলাদেশে আসতে পারেন। সৌদি থেকে দেশে আসবে বাংলাদেশ দল। সেই সময় দলের সঙ্গে অনুশীলন করে ভারত যাবেন হামজা- এ রকম পরিকল্পনা চলছে। ফাহমিদুল ইতালি থেকে সৌদি আরবে ক্যাম্পে যোগদান করবেন।

আজ ঘোষিত প্রাথমিক তালিকায় রয়েছেন চোটগ্রস্ত শেখ মোরসালিন। তার বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে। ইনজুরড ও মামলার আসামি খেলোয়াড় জাতীয় দলে ক্যাম্পে রাখা হয়েছে।

এ নিয়ে ম্যানেজার বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। এতে আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। সে আসবে ক্যাম্পে যদি বাফুফের কাছে বিষয়টি আসে তখন আমরা দেখব বিষয়টি।’

বাংলাদেশ দল সৌদিতে দুই সপ্তাহের মতো কন্ডিশনিং ক্যাম্প করবে। সেখানে স্থানীয় ক্লাবের সাথে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের।

বাংলাদেশ দলের ৩০ জনের প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button