Status

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ সেমিনার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের প্রস্তুতি উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘প্রোডাক্টি রমাদান’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। 

 

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

আয়োজনে প্রধান আলোচক প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইয়াহিয়া তাকী বলেন, ‘রোজা কেবল উপবাস থাকা নয় বরং পানাহার, কামাচার এবং পাপাচার এই তিনটি বিষয় একত্রে পরিত্যাগের করা। আর এর পুরোটাই আল্লাহর উদ্দেশ্যে করতে হয়৷’

 

 

এসময় তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রমজানের প্রস্তুতি এবং তাৎপর্য বিষয়ক নানা আলোচনা করেন।রমাজানে দান- সদাকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা মাতার সাথে সদাচরণের উপদেশ দেন। 

 

 

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান বলেন, ‘রমজান  রহমত- বরকত এবং নাজাতের মাস। কিন্তু এর যথাযথ শিক্ষা এবং প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারিনা। তাই ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেবল দলীয় কার্যক্রম নয় বরং বিশ্ববিদ্যালয়ের সকলকে রমজানের তাৎপর্য এবং কার্যকরীভাবে সময়গুলোর ব্যবহারের বিষয়টি স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন করেছে।’

 

 

সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য অংশীজনেরাও অংশগ্রহণ করেন। এছাড়া এতে নারী শিক্ষার্থীদের জন্যও আলোচনা শোনার ব্যবস্থা করা হয়। 

Source link

Back to top button