Facebook Bio Status

পোল্যান্ডের পার্লামেন্টে ‘আশ্রয় অধিকার’ স্থগিতের বিল পাস


পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড তার প্রতিবেশী বেলারুশ থেকে আসা অনিয়মিত অভিবাসীদের আশ্রয় স্থগিত করতে চায়। গত সপ্তাহে দেশটির সংসদের নিম্নকক্ষ ‘সেইম’ এ সংক্রান্ত একটি বিল পাস করেছে। বিলটি আইন আকারে পাস হলে বেলারুশ সীমান্ত দিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের আশ্রয় অধিকার সাময়িকভাবে স্থগিত করার অনুমতি পাবে পোলিশ সরকার।

দেশটির সরকার গত বছরের অক্টোবরে একটি নতুন অভিবাসন কৌশল গ্রহণ করেছে। এর লক্ষ্য হলো অনিয়মিত অভিবাসীদের সংখ্যা কমানো এবং অভিবাসন প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। এই কৌশলের মধ্যে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিতদের আশ্রয় আবেদন সাময়িক স্থগিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি সংসদের নিম্নকক্ষ ‘সেইম’ ৩৮৬-৩৮ ভোটে এই বিলটিতে অনুমোদন দিয়েছে। ভোটদানে বিরত ছিলেন না কোনো আইনপ্রণেতা।

এখন বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে পাঠানো হবে। এরপর বিলটি নিয়ে আলোচনা, তর্ক-বিতর্কের পর সেনেট সদস্যরা অনুমোদন দিলেই প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইনে রূপ নেবে।

আইনটি পোলিশ সরকারকে তার সীমান্তের নির্দিষ্ট অংশে ৬০ দিন পর্যন্ত আশ্রয় প্রার্থনার অধিকার স্থগিত করার অনুমতি দেবে। পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে এই সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে এবং তা অনির্দিষ্টকালও হতে পারে।

তবে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রাখা হয়েছে আইনটিতে। বিশেষ করে অভিভাবকবিহীন শিশু, সন্তানসম্ভবা নারী এবং বয়স বা স্বাস্থ্যগত কারণে যাদের বিশেষ চিকিৎসা প্রয়োজন তাদের আশ্রয় চাওয়ার অধিকার সুরক্ষিত থাকবে।

এছাড়া, কোনো অভিবাসী যদি প্রমাণ দিতে পারেন, তাকে বেলারুশে ফেরত পাঠানো হলে তার জীবন গুরুতর ঝুঁকিতে পড়বে, তাহলে তাকেও আশ্রয় চাওয়ার সুযোগ দেওয়া হবে।

পোলিশ সরকারের নতুন এই আইনের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হেলসিংকি ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এবং হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)-এর মতো মানবাধিকার সংস্থাগুলো।

হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ এবং মধ্য এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক লিডিয়া গল বলেছেন, বর্তমানে ইইউ প্রেসিডেন্সির দায়িত্ব পালনকারী দেশ হিসাবে পোল্যান্ডের উচিত উদাহরণ তৈরি করা এবং নিশ্চিত করা যে, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষেরা আশ্রয় চাওয়ার সুযোগ পাবেন।

এইচআরডব্লিউ বলছে, এই পদক্ষেপটি বেলারুশের সঙ্গে থাকা পোল্যান্ড সীমান্তে ‘চলমান বেআইনি এবং অপমানজনক পুশব্যাকগুলোকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করবে।

২০২১ সাল থেকে প্রতিবেশী বেলারুশের সীমান্ত দিয়ে অনথিভুক্ত অভিবাসীরা পোল্যান্ডে ঢোকার চেষ্টা শুরু করেন। অনিয়মিত অভিবাসীদের এই প্রবাহের জন্য রাশিয়া ও বেলারুশকে দায়ী করে পোল্যান্ডের তৎকালীন সরকার।

পোলিশ সরকারের দাবি, এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাশিয়া ও বেলারুশ। একে ‘হাইব্রিড আক্রমণ’ বলে উল্লেখ করেছে পোল্যান্ড। তবে পোলিশ সরকারের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে মিনস্ক ও মস্কো।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button