Status

সিরাজদিখানে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ মাদরাসা ছাত্রী, একজন আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশের ওয়াজ মাহফিলে গিয়ে এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। তার নাম ফাতেমা আক্তার (৬)। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে মাদরাসা ছাত্রী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন সাব্বির খান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে ওই ওয়াজ মাহফিলে আইসক্রীম বিক্রি করতে আসে। আটক সাব্বির একই উপজেলার উত্তর তাজপুর গ্রামের নাহিদ খানের ছেলে।

 

 

এছাড়া(২৬ ফেব্রুয়ারি)  বুধবার বিকেলে মাদরাসা ছাত্রীর মা বিলকিস বেগম সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ ফাতেমা আক্তার পূর্ব রশুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী শহীদুল ইসলাম হাওলাদারের মেয়ে ও রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী।

 

 

স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামের রশুনিয়া মাহমুদিয়া নূরানীয়া মাদরাসা প্রাঙ্গনে মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিল আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। মাহফিল ঘিরে সেখানে বিভিন্ন খাবার সামগ্রীর দোকান বসে। নিজ বাড়ির পাশের ওই ওয়াজ মাহফিলে সন্ধ্যার দিকে ছুটে যায় ছাত্রী ফাতেমা। সেখানে তাকে সাব্বিরের কাছ থেকে আইসক্রীম কিনে খেতে দেখেছেন। সন্ধ্যা ঘনিয়ে রাত নামতেই ওই মাদরাসা ছাত্রীকে আর মাহফিলসহ আশপাশের কোথাও দেখা যায়নি। এতে পরিবারের লোকজন তার খোঁজে বের হয়। তাকে খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে ওই রাতেই সন্দেহভাজন আইসক্রীম বিক্রেতা সাব্বির হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

 

 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, রাতে ওয়াজ মাহফিলে এসে এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে। আমরা রাত থেকেই বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছি। এছাড়া নিখোঁজ শিশু কন্যার সন্ধানে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। সন্দেহজনক একজনকে স্থানীয়রা আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

Source link

Back to top button