Facebook Bio Status

চুয়াডাঙ্গায় নারী দিবসে মহিলা দলের ইফতার মাহফিল


চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার ভবনে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।

জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা জাহান, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীন, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজারা খাতুন, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শামসুন্নাহার পলি, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পিয়ারা বেগম এবং দর্শনা উপজেলা মহিলা দলের আহ্বায়ক নিলুফা খাতুন।

চুয়াডাঙ্গায় নারী দিবসে মহিলা দলের ইফতার মাহফিল

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, মির্জাপুর ফরিদুল ইসলাম শিবলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিলাস, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানসহ দলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি মো. শরীফুজ্জামান শরীফ বলেন, নারীরা মায়ের জাত, তাদের সম্মান সবার উপরে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের যথাযথ সম্মান প্রদান করা হবে। কারণ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলের নেতা তারেক রহমান নারীদের প্রতি সম্মান প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গার সফল নারী সাবেক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মৌ সুফা বেগমসহ ১০ নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে জেলা বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হুসাইন মালিক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button