Facebook Bio Status

গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার


গাজীপুরের শ্রীপুরে আট বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে আরমান মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের গভীর শাল বনের ভেতর এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আরমান মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী শিশু একই এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুকন্যাকে খোঁজাখুজি করছিলেন তার মা-বাবা। বিষয়টি জানতে পেরে আশপাশে খোঁজ করতে থাকেন স্থানীয়রাও। একপর্যায়ে গভীর শালবনের ভেতর শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। এরপর গভীর গজারি বনের ভেতর গিয়ে শিশুসহ আরমানকে দেখা যায়। এরপর শিশুর কাছে বিস্তারিত জেনে আরমানের মোবাইল ফোন উদ্ধার করে আপত্তিকর ভিডিও দেখতে পান। স্থানীয়রা এসে শিশুকে উদ্ধার করে ধর্ষককে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন।

জনতার হাতে আটকের সময় অভিযুক্ত যুবক আরমান মিয়া বলেন, ‘শিশুকে ধর্ষণের পর আমি নিজেই ভিডিও ধারণ করেছি। আমার কয়েকজন বন্ধুর ইমোতে ওই আপত্তিকর ভিডিও পাঠিয়েছি। আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে। এজন্য আমার মাথা ঠিক নাই।’

জানা যায়, ভুক্তভোগী শিশুর মা শারীরিক প্রতিবন্ধী বাবা মাছ বিক্রেতা। ভুক্তভোগী শিশুর বাবা বলেন, অভিযুক্ত যুবক আমার মেয়েকে বাড়ি থেকে পাশের একটি গভীর শাল বনে নিয়ে অমানুষিক অত্যাচার করে। শিশুকন্যা কান্নাকাটি করলে আশপাশের মানুষ গিয়ে উদ্ধার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে। মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button