Status

উখিয়ার ভালুকিয়ায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে আহত ৫

উখিয়ার কোট বাজার–ভালুকিয়া সড়কে ইট বোঝাই ডাম্পার ও যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে ৫ জন মারাত্মক আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

গতকাল শনিবার (৮-মার্চ) দুপুর ২টার দিকে ভালুকিয়া সড়কের ভেলুয়ার মার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, রত্না পালং ইউনিয়নের চাকবৈটা গ্রামের সিএনজি ড্রাইভার আব্দুল মাজেদ (২২) ও সাইফুল ইসলাম (৫০) হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়ি গ্রামের মুবিনা আক্তার (৬০)। অপর দুজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি (কক্সবাজার থ ১১৭২০১) কোট বাজার হতে ভালুকিয়া যাওয়ার পথে ইট বোঝাই দ্রুতগামী একটি ডাম্পার (ঢাকা ন ২১৫৮) ট্রাক সজোরে ধাক্কা দিলে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়ে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায় । এতে ৫ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

 

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি যোগ করেন।

Source link

Leave a Reply

Back to top button