Status

অবশেষে শ্রীলঙ্কা যাচ্ছেন সাকলাইন

শ্রীলংকার কলম্বোতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। অর্থাভাবে এই টুর্নামেন্টে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল জাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন সাকলাইন মোস্তফা সাজিদের। এ নিয়ে বেশ মনখারাপ ছিল তার। পৃষ্ঠপোষক না পাওয়ায় শেষ পর্যন্ত বাবা আবুল কালাম তার ইচ্ছা পূরণ করে দিচ্ছেন। দেড় লাখ টাকা খরচ করে ছেলের টিকিট, রেজিস্ট্রেশন ফি ও হোটেল ভাড়ার খরচা দিচ্ছেন আবুল কালাম। ফলে আজ কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন সাকলাইন।
এ প্রসঙ্গে আবুল কালাম বলেন, ‘সাকলাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। জোনাল দাবায় ভালো করলে আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে এগিয়ে যেতে পারে সে। বিশেষ করে এই প্রতিযোগিতায় ভারতের দাবাড়–রা না থাকায় সেই সম্ভাবনা আরও বেশি সাকলাইনের জন্য। তাই ওর আবদার না রেখে পারলাম না।’ তিনি যোগ করেন, ‘কোন স্পন্সর পাইনি। তাই নিবন্ধন ফি ৬১০ মার্কিন ডলার, ১১ দিনের হোটেল ভাড়া ৪৪০ ডলার এবং বিমান টিকিট ৩৮ হাজার পাঁচশত টাকা খরচা করে পাঠাচ্ছি’ তবে বিমান ভাড়ার অর্থ ফেডারেশন থেকেই দেওয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান। তার কথায়, ‘সাধারণত উন্মুক্ত দাবায় অংশ নিলে আমরা কোনো দাবাড়–কে বিমান ভাড়া দেই না। তবে যেহেতু সাকলাইন উদীয়মান প্রতিভাবান দাবাড়–, তাই তার বিমান ভাড়া আমরা দিয়ে দেব।’

Source link

Leave a Reply

Back to top button